০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নলছিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • খান বশির
  • আপডেট সময়: ০৫:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • 128

খান বশির বিডি ক্রাইম এলার্ট 

গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠির নলছিটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রভাতফেরি ও শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বিশেষ অনুষ্ঠান।
নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে এবং বাংলা ভাষার উন্নয়ন ও প্রসারে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার আদায়ে সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেক তরুণ প্রাণ উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার মর্যাদা। সেই আন্দোলনের গৌরবময় ইতিহাসের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময়: ০৫:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

খান বশির বিডি ক্রাইম এলার্ট 

গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠির নলছিটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রভাতফেরি ও শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বিশেষ অনুষ্ঠান।
নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে এবং বাংলা ভাষার উন্নয়ন ও প্রসারে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার আদায়ে সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেক তরুণ প্রাণ উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার মর্যাদা। সেই আন্দোলনের গৌরবময় ইতিহাসের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।