০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

নলছিটিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন অনুষ্ঠিত

  • খান বশির
  • আপডেট সময়: ০৫:২০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 132

খানবশির বিডি ক্রাইম এলার্ট 

ঝালকাঠির নলছিটিতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫-এর বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সেশনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সেশনে স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের কার্যপ্রণালী, পরিসর এবং কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন, মেজর জেনারেল মোশফেকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, কমিশনার আবুল বাশার, কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি আরব), ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদসহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া ও কেনিয়াসহ বিভিন্ন দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা এতে অংশ নেন।

ঘণ্টাব্যাপী এই ব্রিফিং সেশন শেষে অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। একইসঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে ইউএনও নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেজর জেনারেল মুশফিকুর রহমান।

উপজেলা প্রশাসনের এ আয়োজনে স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন বলে জানান উপস্থিত সামরিক কর্মকর্তারা। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:২০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

খানবশির বিডি ক্রাইম এলার্ট 

ঝালকাঠির নলছিটিতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫-এর বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সেশনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সেশনে স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের কার্যপ্রণালী, পরিসর এবং কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন, মেজর জেনারেল মোশফেকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, কমিশনার আবুল বাশার, কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি আরব), ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদসহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া ও কেনিয়াসহ বিভিন্ন দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা এতে অংশ নেন।

ঘণ্টাব্যাপী এই ব্রিফিং সেশন শেষে অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। একইসঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে ইউএনও নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেজর জেনারেল মুশফিকুর রহমান।

উপজেলা প্রশাসনের এ আয়োজনে স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন বলে জানান উপস্থিত সামরিক কর্মকর্তারা। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।