নলছিটিতে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৩:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- 113

খান বশির বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটিতে শনিবার (১ মার্চ ২০২৫) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রুপাতলী গ্রীড উপকেন্দ্রে ৩৩ কেভি বাসবারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সময় নলছিটি বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সকল গ্রাহক বিদ্যুৎবিহীন থাকবেন বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের স্বার্থে জরুরি এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
এ বিষয়ে নলছিটি বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক কর্মকর্তা বলেন, “গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ না এলে দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।