০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৬:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • 119

খান বশির বিডি ক্রাইম এলার্ট 

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেবুন্নেছা, প্রবীণ সাংবাদিক খান বশির,  জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. মহসীন সিকদার, নারী উদ্যোক্তা শাহজাদী খানম ও সুমা আক্তার।

আলোচনায় বক্তারা দেশে নারীর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, সমাজে কন্যাশিশুরা এখন আর অবহেলিত নয়, তবে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়া হচ্ছে, যা বন্ধ করতে কঠোর আইনি ব্যবস্থা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নজরুল ইসলাম বলেন, “শিশুরা পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে, তাই নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া উচিত। আমরা যদি আমাদের ছেলেদের সঠিক শিক্ষা না দিই, তবে সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।” তিনি নারী হয়রানির যেকোনো তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার এবং সঞ্চালনায় ছিলেন কিশোর-কিশোরী ক্লাব নলছিটির আবৃত্তি শিক্ষক সুমি আক্তার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

খান বশির বিডি ক্রাইম এলার্ট 

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেবুন্নেছা, প্রবীণ সাংবাদিক খান বশির,  জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. মহসীন সিকদার, নারী উদ্যোক্তা শাহজাদী খানম ও সুমা আক্তার।

আলোচনায় বক্তারা দেশে নারীর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, সমাজে কন্যাশিশুরা এখন আর অবহেলিত নয়, তবে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়া হচ্ছে, যা বন্ধ করতে কঠোর আইনি ব্যবস্থা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নজরুল ইসলাম বলেন, “শিশুরা পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে, তাই নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া উচিত। আমরা যদি আমাদের ছেলেদের সঠিক শিক্ষা না দিই, তবে সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।” তিনি নারী হয়রানির যেকোনো তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার এবং সঞ্চালনায় ছিলেন কিশোর-কিশোরী ক্লাব নলছিটির আবৃত্তি শিক্ষক সুমি আক্তার।