প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ১১:৪৪ এ.এম
তিন বছর পর সিসি ক্যামেরার আওতায় পৌরসভা, কমবে অপরাধ প্রবণতা
খান বশির বিডি ক্রাইম এলার্ট
নলছিটি তিন বছর ধরে অনিরাপদ অবস্থায় থাকা পৌরসভা অবশেষে সিসি ক্যামেরার আওতায় এসেছে। পৌরসভার উদ্যোগে সম্প্রতি চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে অপরাধীরা পৌরসভার পিছন দিকের একটি গোপন পথ ব্যবহার করত, যা প্রশাসনের নজরের বাইরে ছিল। তবে এখন সিসি ক্যামেরার আওতায় আসায় সেই পথ দিয়ে অপরাধ সংঘটিত করা আর সম্ভব হবে না।
পৌরবাসীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও আবাসিক এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হতো না। তবে এখন সিসি ক্যামেরা থাকায় অপরাধ দমন সহজ হবে বলে তারা আশাবাদী।
পৌর প্রশাসনের এক কর্মকর্তা জানান, "নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে অপরাধীরা মনোবল হারাবে এবং পৌরবাসীরা নিরাপদ থাকবেন।"
নাগরিকদের প্রত্যাশা, সিসি ক্যামেরাগুলো যেন যথাযথভাবে কার্যকর থাকে এবং নিয়মিত মনিটরিং করা হয়, যাতে পৌরসভা একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে ওঠে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত