নলছিটি বাসস্ট্যান্ডে খোলা জায়গায় ইফতারি বিক্রি: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
-
খান বশির
-
আপডেট সময়:
১২:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- 114

খান বশির
ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ডে রমজান মাসে ইফতারির সামগ্রী বিক্রির ধুম পড়েছে। তবে, খোলা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার বিক্রি হওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।
প্রতিদিন বিকেলের দিকে বাসস্ট্যান্ড এলাকায় নানা ধরনের ইফতারি আইটেম পসরা সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। কিন্তু রাস্তার ধুলাবালি এবং মাছির উপদ্রবে এসব খাবারের মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, খাবারের ওপর কোনো ঢাকনা নেই, ফলে ধুলোবালি ও রোগ জীবাণু সহজেই খাবারের সঙ্গে মিশে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা তো ইফতার কিনে খাই, কিন্তু এভাবে খোলা জায়গায় খাবার বিক্রি হওয়ায় পেটের অসুখ হওয়ার আশঙ্কা থাকে। প্রশাসনের নজরদারি প্রয়োজন।”
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ধুলাবালি ও মাছিপড়া খাবার খাওয়ার ফলে ডায়রিয়া, টাইফয়েডসহ নানা ধরনের পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় জনগণের দাবি, খাবারের মান নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি করা জরুরি।