স্বেচ্ছাসেবীদের সম্মানে ভলান্টিয়ার্স অব নলছিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৬:২৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- 114

খান বশির
নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবী সম্মিলিত প্লাটফর্ম ভলান্টিয়ার্স অব নলছিটি-এর উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের সম্মান জানাতেই এ আয়োজন করা
ভলান্টিয়ার্স অব নলছিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটি এলাকায় বিশেষভাবে প্রশংসিত। রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয়ভাবে ভূমিকা রাখছে।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের অবদানের স্বীকৃতি দেন এবং ভবিষ্যতে আরও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তাঁরা স্বেচ্ছাসেবীদের ভূমিকার প্রশংসা করেন। দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সফলতার জন্য মোনাজাত করা হয়।
ভলান্টিয়ার্স অব নলছিটি ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটির নেতারা।