প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৯:৩৭ পি.এম
নলছিটিতে দুই কৃষক দল নেতাকে শোকজ নোটিশ
বিডি ক্রাইম এলার্ট ডেক্স
নলছিটি উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৯নং দপদপিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ও সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সোহেল সিকদারকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।
১৮ মার্চ ২০২৫ তারিখে নলছিটি উপজেলা কৃষক দলের পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, বিগত স্বৈরশাসকের আমলে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তাদের বক্তব্য জানতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে উপজেলা কৃষক দলের কাছে জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দুই নেতা কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
নলছিটি উপজেলা কৃষক দলের এক নেতার মতে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের আদর্শের প্রতি সৎ থাকার জন্য এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি বলেন, "যদি কেউ দলের আদর্শের বাইরে গিয়ে কাজ করে, তাহলে তার বিষয়ে যথাযথ তদন্ত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত