প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:২০ পি.এম
ঝালকাঠির নলছিটিতে মা-ছেলের মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্রাথমিক সন্দেহ
খানবশির বিডি ক্রাইমএলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামে মর্মান্তিক এক ঘটনায় মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা বসতঘরের পেছনের একটি রেইনট্রি গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহতরা হলেন রুবি বেগম (৫৫) ও তার ছেলে আসাদ মাঝি (৩৫)। রুবি বেগম ওই গ্রামের বাসিন্দা আবু হানিফ মাঝির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ মাঝির সঙ্গে এক নারীর অনৈতিক সম্পর্ক ছিল। কিছুদিন আগে সেই নারী অজানা কোনো স্থানে চলে গেলে তার ভাইয়েরা আসাদের পরিবারকে চাপ সৃষ্টি করতে শুরু করে।
এতে পারিবারিক কলহ ও সামাজিক চাপ বাড়তে থাকে বলে জানান এলাকাবাসী।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক অস্থিরতা ও সামাজিক চাপে হতাশ হয়ে মা-ছেলে এমন পথ বেছে নিতে পারেন।
ঘটনাটি এলাকায় চরম শোক ও বেদনার ছায়া ফেলেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত