০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

বরিশালে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মামুন নলছিটি থেকে গ্রেফতার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১০:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 55

খান বশির 

ঝালকাঠির নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকার বাসিন্দা মোঃ মামুন (পিতা: আশ্রাব আলী) অবশেষে আইনের আওতায় এলেন। ২০২১ সালে বরিশাল সদর মেট্রোপলিটন এলাকায় দায়েরকৃত একটি প্রতারণা মামলার রায়ে বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত, নলছিটি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ  সঙ্গে  ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গত ৭ এপ্রিল ২০২৫  রবিবার দিবাগত রাত ৭টা ৩০ মিনিটে তাকে তার নিজ বাড়ি, নান্দিকাঠি লাইফ কেয়ার ক্লিনিক এলাকা থেকে গ্রেফতার করেন।
এই অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় নলছিটি থানা পুলিশের এমন কার্যকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

বরিশালে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মামুন নলছিটি থেকে গ্রেফতার

আপডেট সময়: ১০:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

খান বশির 

ঝালকাঠির নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকার বাসিন্দা মোঃ মামুন (পিতা: আশ্রাব আলী) অবশেষে আইনের আওতায় এলেন। ২০২১ সালে বরিশাল সদর মেট্রোপলিটন এলাকায় দায়েরকৃত একটি প্রতারণা মামলার রায়ে বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত, নলছিটি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ  সঙ্গে  ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গত ৭ এপ্রিল ২০২৫  রবিবার দিবাগত রাত ৭টা ৩০ মিনিটে তাকে তার নিজ বাড়ি, নান্দিকাঠি লাইফ কেয়ার ক্লিনিক এলাকা থেকে গ্রেফতার করেন।
এই অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় নলছিটি থানা পুলিশের এমন কার্যকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।