০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নলছিটিতে ২০১৪ সালের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৬:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • 74

খান বশির
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর (চায়নামাট) এলাকার মো. সোহেল হাওলাদারকে (পিতা: মৃত হারুন হাওলাদার) গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটে নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, সোহেল হাওলাদার ২০১৪ সালে বরিশাল মেট্রোপলিটন এলাকায় দায়েরকৃত একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আদালতের রায় কার্যকর করতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে চিহ্নিত করে এবং বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সোহেল আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করছিলেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতার করা হয়েছে। তাকে (শনিবারে) আদালতে সোপর্দ করা হবে।” তিনি আরও জানান, “নলছিটি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার। আমরা মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা উচিত।

উল্লেখ্য, নলছিটি থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ইতিপূর্বেও বেশ কিছু সফলতা অর্জন করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, নিয়মিত এই ধরনের অভিযানের মাধ্যমে সমাজ থেকে মাদক ও অপরাধ কার্যক্রম নির্মূল সম্ভব হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে ২০১৪ সালের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময়: ০৬:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

খান বশির
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর (চায়নামাট) এলাকার মো. সোহেল হাওলাদারকে (পিতা: মৃত হারুন হাওলাদার) গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটে নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, সোহেল হাওলাদার ২০১৪ সালে বরিশাল মেট্রোপলিটন এলাকায় দায়েরকৃত একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আদালতের রায় কার্যকর করতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে চিহ্নিত করে এবং বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সোহেল আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করছিলেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতার করা হয়েছে। তাকে (শনিবারে) আদালতে সোপর্দ করা হবে।” তিনি আরও জানান, “নলছিটি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার। আমরা মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা উচিত।

উল্লেখ্য, নলছিটি থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ইতিপূর্বেও বেশ কিছু সফলতা অর্জন করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, নিয়মিত এই ধরনের অভিযানের মাধ্যমে সমাজ থেকে মাদক ও অপরাধ কার্যক্রম নির্মূল সম্ভব হবে।