০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নলছিটিতে বই দেখে পরীক্ষা: চার পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র-সচিবসহ আট শিক্ষক অব্যাহতি

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১০:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • 53

খান বশির

ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষায় বই দেখে উত্তর লেখার অভিযোগে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্র-সচিবসহ দায়িত্বপ্রাপ্ত আট শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে ১৫ এপ্রিল (মঙ্গলবার) নলছিটির দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। ওইদিন এসএসসি কারিগরি শাখার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে কয়েকজন পরীক্ষার্থী বই দেখে উত্তর লিখছিলেন।
বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি ঘটনাস্থলেই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেন এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হক। কেন্দ্র-সচিব ফিরোজ আলম এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে শিক্ষকদের অব্যাহতির বিষয়টি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “শিক্ষার মান নিশ্চিত করতে নলছিটি উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
কোনো পরীক্ষায় অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়মকারীদের ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, এ বছর নলছিটি উপজেলার ৯টি কেন্দ্রে প্রায় ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ এলাকাবাসী এবং অভিভাবকদের মাঝে প্রশংসিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে বই দেখে পরীক্ষা: চার পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র-সচিবসহ আট শিক্ষক অব্যাহতি

আপডেট সময়: ১০:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

খান বশির

ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষায় বই দেখে উত্তর লেখার অভিযোগে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্র-সচিবসহ দায়িত্বপ্রাপ্ত আট শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে ১৫ এপ্রিল (মঙ্গলবার) নলছিটির দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। ওইদিন এসএসসি কারিগরি শাখার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে কয়েকজন পরীক্ষার্থী বই দেখে উত্তর লিখছিলেন।
বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি ঘটনাস্থলেই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেন এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হক। কেন্দ্র-সচিব ফিরোজ আলম এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে শিক্ষকদের অব্যাহতির বিষয়টি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “শিক্ষার মান নিশ্চিত করতে নলছিটি উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
কোনো পরীক্ষায় অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়মকারীদের ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, এ বছর নলছিটি উপজেলার ৯টি কেন্দ্রে প্রায় ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ এলাকাবাসী এবং অভিভাবকদের মাঝে প্রশংসিত হয়েছে।