নলছিটিতে ভুট্টা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ডিবি পুলিশের অভিযানে আটক ২
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৬:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- 51

খান বশির,
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামে ভুট্টা ক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে বিভিন্ন উচ্চতার মোট ১৪টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১ মে (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে। ডিবি পুলিশের একটি দল ফুলহরি গ্রামের একটি বসতবাড়ির দক্ষিণ পাশে পুকুরপাড় ঘেঁষা ভুট্টা ক্ষেতে অভিযান চালায়। অভিযানে ভুট্টা গাছের আড়ালে লুকিয়ে রাখা গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়।
আটককৃত দুই যুবক হলেন—মো. জুয়েল হাওলাদার (৩২), পিতা-মো. মৌজে আলী হাওলাদার, এবং মো. হৃদয় মোল্লা (১৯), পিতা-সবুজ মোল্লা। তারা উভয়েই ফুলহরি গ্রামের বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেওয়া এক ডিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা হাতেনাতে দুজনকে গাঁজা গাছসহ আটক করেছি।”
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করলেও কেউ গাঁজা চাষের বিষয়টি আগে জানতো না। হঠাৎ করে গাঁজা গাছ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, ডিবি পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চললে সমাজ থেকে এমন অপরাধ নির্মূল করা সম্ভব হবে।