আপডেট সময়:
০৫:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
61
খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলার দরগাবাড়ি থেকে জুরকাঠি হয়ে শিমুলতলা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গত দুই বছর আগে এ সড়কটির সংস্কারকাজ শুরু হলেও অল্প কিছু কাজ করার পর ঠিকাদার বিল উত্তোলন করে কাজ বন্ধ করে দেন। এর ফলে রাস্তাটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
শুকনা মৌসুমে সড়কজুড়ে ধুলার আস্তরণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। আর বর্ষা মৌসুমে পুরো রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে, ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পথচারীদের হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তায় দুর্ভোগের শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। শিক্ষার্থী, রোগী, কৃষক—সকল শ্রেণির মানুষ প্রতিনিয়ত এই দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।
বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবিরকে জানানো হলেও তিনি শুধু আশ্বাস দিয়েই ক্ষান্ত রয়েছেন। এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা অবিলম্বে রাস্তাটির পূর্ণাঙ্গ সংস্কার ও কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন।