প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৪:৫৪ পি.এম
নলছিটিতে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, অভিযান চালিয়ে বন্ধ করলো প্রশাসন
খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
৪ মে রবিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। অভিযানে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রভাবশালী নারীর নেতৃত্বে গত কয়েকদিন ধরে মানপাশা বাজার এলাকায় সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, ভবনটি নির্মাণ করতে গিয়ে পাশের একটি সরকারি শৌচাগারও ভেঙে ফেলা হয়েছে। ভবনের একাংশ ব্যক্তি মালিকানাধীন জমিতে হলেও, অধিকাংশ অংশই সরকারি খাস জমিতে নির্মিত হচ্ছিল বলে স্থানীয়রা দাবি করেছেন।
অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান সরকারি নকশা ও ম্যাপ অনুযায়ী জমির পরিমাপ করেন এবং সরকারি জমি দখলের সত্যতা পান। এরপরই তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “সরকারি জমি দখলের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা একদিন সময় দিয়েছি—এই সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি জমি দখলের এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অবৈধ কার্যক্রম না ঘটে, সে জন্য কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত