প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ১০:০৬ এ.এম
শাহরিয়ার আলম হত্যার বিচার ও উপাচার্য-প্রক্টরের পদত্যাগের দাবিতে নলছিটি কলেজ ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি
খান বশির বিডি ক্রাইম
১৫ মে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী, সদস্য সচিব নাঈম আহমেদ হিমেল, যুগ্ম আহ্বায়ক সজল খলিফা, ছাত্রনেতা রাতুল গাজীসহ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
আহ্বায়ক রাকিব গাজী তার বক্তব্যে বলেন, “যদি রক্তের প্রয়োজন হয়, ছাত্রদল রক্ত দেবে। তারপরেও আমরা আর একটি লাশ দেখতে চাই না। এই নিষ্ঠুরতা ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “শাহরিয়ার আলম সাম্যর মতো একজন মেধাবী ছাত্রনেতার নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ছাত্রদলের সদস্য সচিব নাঈম আহমেদ হিমেল বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। কিন্তু আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাস ও দখলদারদের হাতে জিম্মি। আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই, চাই প্রকৃত শিক্ষার পরিবেশ।”
ছাত্রনেতা রাতুল গাজী বলেন, “ছাত্রদল শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও গড়ে তুলতে পারে। আমাদের সহযোদ্ধার মৃত্যুতে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তের হিসাব অবশ্যই হবে। ছাত্রদলের রক্ত সস্তা নয়, প্রতিটি ফোঁটার মূল্য দিতে হবে হত্যাকারীদের।”
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না নেয়, তবে তাদের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগই এখন সময়ের দাবি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ছাত্র রাজনীতির সহিংসতায় শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তার মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশের ছাত্রদল শাখাগুলো প্রতিবাদে ফেটে পড়ে। নলছিটি কলেজ ছাত্রদলের এই প্রতিবাদ কর্মসূচি তারই অংশ। বক্তারা দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্রদল নেতারা জানিয়েছেন, ভবিষ্যতে সারাদেশে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে তারা এই আন্দোলনকে বেগবান করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত