প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৫:২৬ পি.এম
ক্ষমতার দাপটে কোটি টাকার প্রতারণা! ঝালকাঠিতে সাবেক জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
খান বশির বিডি ক্রাইম এলার্ট ডেক্স
ঝালকাঠি জেলা পরিষদের সাবেক এক সদস্যের বিরুদ্ধে স্থানীয় মানুষের সঙ্গে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। চাকরি ও বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে এ অর্থ আত্মসাৎ করেন বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওই সাবেক সদস্যের প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। বিভিন্ন সময় তিনি স্থানীয় মানুষদের জানান, সরকারি প্রকল্পে কাজ অথবা চাকরি দিতে পারবেন—এই আশ্বাসের বিনিময়ে প্রতি জনের কাছ থেকে নেওয়া হতো হাজার হাজার টাকা। কিন্তু পরে দেখা যায়, এসব প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ মিথ্যা। কোনো কাজ তিনি দেননি এবং অর্থ ফেরত দেওয়ার বিষয়েও কখনো কোনো উদ্যোগ নেননি।
তারা আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তি নিজেকে “ক্ষমতাবান” বলে দাবি করতেন এবং ভয়ভীতি দেখাতেন। কখনো কখনো প্রভাব খাটিয়ে মামলা কিংবা সামাজিকভাবে হেয় করার হুমকিও দেওয়া হতো। ফলে অধিকাংশ ভুক্তভোগী দীর্ঘদিন চুপ ছিলেন। কেউ কেউ আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবে সম্মান হারিয়ে মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন।
তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। ক্ষতিগ্রস্তরা একত্রিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে কয়েকজন আইনজীবীর সঙ্গে পরামর্শ শুরু করেছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা করতে না পারে।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসন যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেয়, তবে সমাজে এমন ঘটনা আরও বাড়তে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করছেন সচেতন মহল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত