০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

নলছিটিতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক: নারীদের তথ্য প্রযুক্তিতে ক্ষমতায়নের আহ্বান

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৯:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • 62

 

খান বশির
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নলছিটি তথ্য সেবা অফিসের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় নলছিটি উপজেলার মধ্য গৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় ৫০ জন নারী এই উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। নারীদের তথ্য প্রযুক্তি সেবার সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার। তিনি বলেন, “নারীদের উন্নয়নে তথ্য প্রযুক্তি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এই সুবিধাগুলো গ্রহণের জন্য এগিয়ে আসতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামসুল নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল আমিন মোল্লা, মো. খলিলুর রহমান মৃধা প্রমুখ।

বক্তারা নারীদের সরকারি বিভিন্ন সেবা বিশেষ করে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা সম্পর্কে অবহিত করে বলেন, তথ্য সেবা অফিস থেকে বিনামূল্যে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে। এজন্য নারীদের তথ্য অফিসে এসে সরাসরি সেবা নেয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সেবা সহকারী শাহানাজ আক্তার। উঠান বৈঠকে নারীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণে একটি সচেতন ও তথ্যপ্রযুক্তি-সহায়ক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক: নারীদের তথ্য প্রযুক্তিতে ক্ষমতায়নের আহ্বান

আপডেট সময়: ০৯:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

 

খান বশির
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নলছিটি তথ্য সেবা অফিসের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় নলছিটি উপজেলার মধ্য গৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় ৫০ জন নারী এই উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। নারীদের তথ্য প্রযুক্তি সেবার সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার। তিনি বলেন, “নারীদের উন্নয়নে তথ্য প্রযুক্তি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এই সুবিধাগুলো গ্রহণের জন্য এগিয়ে আসতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামসুল নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল আমিন মোল্লা, মো. খলিলুর রহমান মৃধা প্রমুখ।

বক্তারা নারীদের সরকারি বিভিন্ন সেবা বিশেষ করে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা সম্পর্কে অবহিত করে বলেন, তথ্য সেবা অফিস থেকে বিনামূল্যে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে। এজন্য নারীদের তথ্য অফিসে এসে সরাসরি সেবা নেয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সেবা সহকারী শাহানাজ আক্তার। উঠান বৈঠকে নারীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণে একটি সচেতন ও তথ্যপ্রযুক্তি-সহায়ক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।