নলছিটির সেদ্ধকাঠি ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির মহা উৎসব, তালাবদ্ধ অফিস, সেবা থেকে বঞ্চিত জনসাধারণ
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
১২:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- 35

খান বশির বিডি ক্রাইম
ঝালকাঠির নলছিটি উপজেলার সেদ্ধকাঠি ইউনিয়ন ভূমি অফিস যেন এক দুর্নীতি আর অনিয়মের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। সরকারি অফিস হলেও বাস্তবে এটি চলছে তোশিলদার আতিকুর রহমান ও অফিস সহায়ক জহিরের ইশারায়। দীর্ঘদিন ধরে এই অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ থাকলেও কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।
আজ বুধবার দুপুর ২টা ২৯ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস তালাবদ্ধ। অফিস ঘরের দরজায় তালা ঝুলছে, অথচ এসময় সেবা নিতে আসা কয়েকজন সাধারণ মানুষ তালা দেখে ফিরে যেতে বাধ্য হন। ক্ষোভ আর হতাশা নিয়ে অনেকে বলেন, “প্রতিদিনই এমনটা হয়। কখনো খোলা থাকে, কখনো তালাবদ্ধ। কেউ কিছু বলার নেই।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি জানান, “এই অফিসে কাগজপত্র ঠিক করতে গেলে টাকা না দিলে ফাইল নড়ে না। সরকারি অফিস হলেও এখানে সবকিছু হয় তোশিলদার আতিক আর অফিস সহায়ক জহিরের ইচ্ছেমতো। এলাকা জুড়ে গুঞ্জন—প্রশাসন ম্যানেজ করেই চলছে এই দুর্নীতির চক্র।”
অফিসটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে তার কোনো বক্তব্য মেলেনি।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সেদ্ধকাঠি ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। নয়তো এই দুর্নীতির বলি হতে থাকবে সাধারণ মানুষ, আর আস্থাহীনতায় পড়বে সরকারি সেবা ব্যবস্থা।