০২:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নলছিটিতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৫:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 49


খান বশির

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ২২ মে ২০২৫, দুপুর ১২টায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা ও সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল সালাম, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং নলছিটি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় বিগত মাসের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। ইউএনও বলেন, “নলছিটিকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

থানার ওসি জানান, চলতি মাসে বড় কোনো অপরাধ সংঘটিত না হলেও মাদক-সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে অভিযান জোরদার করা হয়েছে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তাঁদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তাঁরা কিশোর অপরাধ ও নারী নির্যাতন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্যসেবার উন্নয়নে নেওয়া পদক্ষেপসমূহ তুলে ধরেন। এ সময় প্রেসক্লাবের নির্বাহী সদস্য এইচএম সিজার প্রশ্ন তোলেন—মাত্র একজন এমবিবিএস ডাক্তার দিয়ে কীভাবে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালিত হচ্ছে? তাঁর এই প্রশ্নে সমর্থন জানান প্রেসক্লাব সদস্য খান বশির ও সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস তালুকদার। জবাবে স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন ডাক্তার নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সভা শেষে ইউএনও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং আগামী সভার পূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের নির্দেশনা দেন।

প্রশাসনের এই নিয়মিত উদ্যোগে নলছিটির সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পাচ্ছে বলে মত দেন স্থানীয়রা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


খান বশির

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ২২ মে ২০২৫, দুপুর ১২টায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা ও সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল সালাম, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং নলছিটি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় বিগত মাসের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। ইউএনও বলেন, “নলছিটিকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

থানার ওসি জানান, চলতি মাসে বড় কোনো অপরাধ সংঘটিত না হলেও মাদক-সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে অভিযান জোরদার করা হয়েছে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তাঁদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তাঁরা কিশোর অপরাধ ও নারী নির্যাতন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্যসেবার উন্নয়নে নেওয়া পদক্ষেপসমূহ তুলে ধরেন। এ সময় প্রেসক্লাবের নির্বাহী সদস্য এইচএম সিজার প্রশ্ন তোলেন—মাত্র একজন এমবিবিএস ডাক্তার দিয়ে কীভাবে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালিত হচ্ছে? তাঁর এই প্রশ্নে সমর্থন জানান প্রেসক্লাব সদস্য খান বশির ও সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস তালুকদার। জবাবে স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন ডাক্তার নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সভা শেষে ইউএনও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং আগামী সভার পূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের নির্দেশনা দেন।

প্রশাসনের এই নিয়মিত উদ্যোগে নলছিটির সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পাচ্ছে বলে মত দেন স্থানীয়রা।