প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ৩:১৮ পি.এম
নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি আটক, পলাতক স্বামী
খান বশির
ঝালকাঠির নলছিটি পৌর শহরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাতে পৌর এলাকার দক্ষিণ নাঙ্গুলী গ্রামে নিজ বাড়ি থেকে আটক করা হয় ইতি আক্তার রঞ্জু (৩০) নামের ওই নারীকে। অভিযানের সময় তার স্বামী মিরাজ মাঝি ওরফে শাকিব খান (৩২) পালিয়ে যান।
আটকৃত রঞ্জু নলছিটি পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নুরে আলম হাওলাদারের কন্যা। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, অভিযানের সময় রঞ্জুর ঘরে তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জু স্বীকার করেছেন। তিনি আরও জানান, রঞ্জু ও তার স্বামী মিরাজ মাঝি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রঞ্জু ও তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রঞ্জুকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। এদিকে, পলাতক স্বামী মিরাজ মাঝিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায়, এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন সাবেক জনপ্রতিনিধির কন্যা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায়, অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত