প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৫:৫৮ পি.এম
নলছিটিতে বাজার মনিটরিং অভিযানে দুই দোকানকে জরিমানা
খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ২৪ মে শনিবার বিকাল ৫টায় দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় ও হালনাগাদ না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মেসার্স কুদ্দুস স্টোরকে এক হাজার টাকা ও জসিম স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়, ভবিষ্যতে এমন অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান নেতৃত্ব দেন এ অভিযানে। তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম না মানায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে। মূল্য তালিকা নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের অস্থিরতা নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রমে আরও কঠোর হওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। সাধারণ জনগণকেও অসাধু ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত