নলছিটিতে গাছ ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যোগাযোগ বিচ্ছিন্ন, পুনরুদ্ধারে সময় লাগছে
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৬:৩৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- 40

খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলায় ভারী বৃষ্টির কারণে গাছ ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ ৩৩ কেভি মেইন বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়েছে। লাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে উপজেলার একটি স্থানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা।
জানা গেছে, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যায় এবং একটি পুরনো গাছ হেলে পড়ে লাইনের ওপর। এতে গাছের চাপ সহ্য করতে না পেরে মেইন লাইন ছিঁড়ে যায় এবং তা নিচে পড়ে যায়। ফলে মুহূর্তের মধ্যে নলছিটি পৌর এলাকা ও আশেপাশের গ্রামগুলো অন্ধকারে ডুবে যায়।
নলছিটি পল্লী বিদ্যুৎ সমিতির এক প্রকৌশলী জানান, “বৃষ্টির কারণে দ্রুত কাজ করা যাচ্ছে না। তবুও আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব লাইন সচল করতে। গাছ অপসারণ এবং তার প্রতিস্থাপনের কাজ চলছে।”
তিনি আরও বলেন, “রুপাতলী থেকে যে ৩৩ কেভি লাইনটি আসে, সেটিও এখনো পুরোপুরি সংযুক্ত করা যায়নি। সেখানে এখনও কাজ চলমান রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যুৎ না থাকায় তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল, হাসপাতাল, দোকানপাট ও বাসাবাড়িতে সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারছে না, আবার অনেকে পানি সংকটেও পড়েছেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হলেও আশা করছি দ্রুতই বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে।”
অপরদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে মেরামত কাজ কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।