নলছিটিতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন: দোয়া, খাবার ও বস্ত্র বিতরণ
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
১০:০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- 55

খান বশির
জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকালে শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এর মধ্য দিয়ে তাঁর আত্মত্যাগ ও জাতীয় রাজনীতিতে অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় নেতাকর্মীরা।
পরে জুমার নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচিও পালন করা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু। আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভূট্রো, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ জিয়ার ঘোষিত ১৯ দফা কর্মসূচিকে দেশের স্বার্থে বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও উন্নয়ন দর্শন আজও প্রাসঙ্গিক।
বক্তারা আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এজন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
দিনব্যাপী এই আয়োজনটি স্থানীয়ভাবে গুরুত্বের সঙ্গে পালিত হয় এবং নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে কর্মসূচিগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
Tag :