প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ৩:০৫ এ.এম
নাগরিকদের হাত দিয়ে সড়ক উদ্বোধন: নলছিটি পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ
খান বশির
যারা রাষ্ট্রের প্রকৃত মালিক, যাদের করের টাকায় চলে পৌরসভা, যাদের সেবার জন্য উন্নয়ন কর্মকাণ্ড—সেই নাগরিকদের হাত দিয়েই সড়ক উদ্বোধনের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন নলছিটি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের পরমপাশা মেইন রোডে সোলিং নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওহাব খানের বাড়ি থেকে আলী আকবরের বাড়ি পর্যন্ত এ সড়কটির উন্নয়ন কাজ শুরু হয় পৌরসভার অর্থায়নে।
সড়ক উদ্বোধনী আয়োজনে প্রশাসকের পক্ষ থেকে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নেয়া হয়—ফিতা কাটার কাজ করেন স্থানীয় নাগরিকরাই। এই মাধ্যমে তুলে ধরা হয় যে, নাগরিকরাই উন্নয়নের মূল অংশীদার এবং সেবা পাওয়ার অধিকার রাখেন তারা। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “পৌরসভার প্রতিটি কাজ জনগণের টাকায় হয়। তাই এ উন্নয়নকাজের প্রকৃত মালিক জনগণ। আজকের উদ্বোধন তাই তাদের হাত দিয়েই করা হয়েছে—এটি তাদের সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস।”
স্থানীয় ওয়ার্ডবাসী, গণ্যমান্য ব্যক্তি এবং পৌরসভার কর্মচারীবৃন্দ। এলাকাবাসী দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান এবং দ্রুত কাজ সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন।
পৌর প্রশাসনের এই নাগরিক-অংশগ্রহণমূলক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলেই প্রশাসনের প্রতি আস্থা বাড়ে এবং প্রকৃত উন্নয়ন সম্ভব হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত