নলছিটিতে পরকীয়ার জেরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০১:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- 42
খান বশির
ঝালকাঠির নলছিটিতে পরকীয়ার জেরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের কন্যা নাছরিন আক্তার (২৩) এবং একই উপজেলার মো. এমাদুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রোববার (২২ জুন) দুপুরে আসামিদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত থাকায় তার স্ত্রী নাছরিন আক্তার দেশে অবস্থান করতেন। এই সুযোগে তিনি স্থানীয় যুবক জাহিদুল ইসলামের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রেমিককে ঘরে এনে স্বামীর রক্ষিত নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যান।
প্রবাসফেরত স্বামী গোলাম রাব্বি দেশে ফিরে আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে নলছিটি থানা পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার আসামিদের গ্রেফতার করে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ছালাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক প্রবাসীর স্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বদলে অপরাধে জড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে নিন্দার ঝড় উঠেছে।