প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৪:২৯ পি.এম
নলছিটিতে তালাবদ্ধ ইউনিয়ন পরিষদ: চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে
খান বশির, বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদে তালা ঝুলছে। ইউনিয়ন পরিষদের সামনেই চলছে বিভিন্ন খাবার আয়োজন, আর ভিতরে তালাবদ্ধ কক্ষ — প্রশাসনিক অচলাবস্থার এক নির্মম প্রতিচ্ছবি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নেই, জনসেবার পরিবর্তে চলছে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মৃধা নিজেকে এক সময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও গত ৫ আগস্টের পরে জনসম্মুখে নিজেকে দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই নানা অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। তারা অভিযোগ করেছেন, ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় অংকের বাজেট বরাদ্দ এলেও কাজ হয়েছে কাগজ-কলমে, বাস্তবে এর ছিটেফোঁটাও দেখা যায়নি।
বিভিন্ন সময় মেম্বারদের কাছ থেকেও চাপে ফেলে কমিশনের আদায় করতেন, বলে অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এমনকি প্রকল্প বাস্তবায়নের নামে স্থানীয় জনগণকে কোনো সুযোগ না দিয়েই কাজের নামে অর্থ আত্মসাৎ করা হতো। ফলে সাধারণ জনগণ ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
এই অবস্থায় অতিষ্ঠ হয়ে স্থানীয় জনতা পরিষদ কক্ষে তালা লাগিয়ে দেন। পরিষদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। গ্রাম আদালত, জন্মসনদ বা নাগরিক সেবা পেতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ।
এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে চেয়ারম্যান বাবুল মৃধার কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে ইউনিয়নের সার্বিক উন্নয়ন থমকে গেছে।
এই বিষয়ে চেয়ারম্যান বাবুল মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত