০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নলছিটির সুর্যপাশায় আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 65

খান বশির
বিডি ক্রাইম এলার্ট

ঝালকাঠির নলছিটি পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের সুর্যপাশা এলাকার মিল্টন মাস্টারের বাড়ি সংলগ্ন রাস্তায় আরসিসি  নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার  সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন নলছিটি পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক সৈনিক রুস্তম আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক মো: নজরুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে উন্নয়ন অব্যাহত রয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। এই রাস্তার আরসিসি নির্মাণ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে চলাচলে অসুবিধা হতো। নতুন আরসিসি রাস্তাটি নির্মাণের ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চলাচলে যেমন সুবিধা হবে, তেমনি এলাকাটি আরও উন্নত ও নিরাপদ হবে।

নলছিটি পৌরসভার প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, রাস্তার আরসিসি নির্মাণ কাজ দ্রুততম সময়ে ও মানসম্মতভাবে শেষ করার লক্ষ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে কাজের গুণগত মান বজায় রাখতে পৌর কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং করছে।

এলাকাবাসী রাস্তা নির্মাণ কাজের জন্য পৌরসভা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটির সুর্যপাশায় আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময়: ০৩:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

খান বশির
বিডি ক্রাইম এলার্ট

ঝালকাঠির নলছিটি পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের সুর্যপাশা এলাকার মিল্টন মাস্টারের বাড়ি সংলগ্ন রাস্তায় আরসিসি  নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার  সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন নলছিটি পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক সৈনিক রুস্তম আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক মো: নজরুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে উন্নয়ন অব্যাহত রয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। এই রাস্তার আরসিসি নির্মাণ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে চলাচলে অসুবিধা হতো। নতুন আরসিসি রাস্তাটি নির্মাণের ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চলাচলে যেমন সুবিধা হবে, তেমনি এলাকাটি আরও উন্নত ও নিরাপদ হবে।

নলছিটি পৌরসভার প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, রাস্তার আরসিসি নির্মাণ কাজ দ্রুততম সময়ে ও মানসম্মতভাবে শেষ করার লক্ষ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে কাজের গুণগত মান বজায় রাখতে পৌর কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং করছে।

এলাকাবাসী রাস্তা নির্মাণ কাজের জন্য পৌরসভা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।