মেম্বার পদে নির্বাচন করবেন মেহেদী হাসান হান্নান খান
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৩:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- 54

খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জুরকাঠির বাসিন্দা মোহাম্মদ মেহেদী হাসান হান্নান খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক, মানবিক ও জনসেবা মূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই তরুণ নেতা ইতিমধ্যেই স্থানীয়দের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি জানান, “বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে প্রার্থী হব, যাতে এলাকাবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করা যায়।”
স্থানীয়দের অনেকেই জানান, হান্নান খান দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন সময় অসুস্থদের চিকিৎসা সহায়তা দিয়েছেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
৬ নম্বর ওয়ার্ড জুরকাঠি এলাকার ভোটারদের একাংশের মতে, “এলাকার পরিবর্তন দরকার, নতুন প্রার্থী দরকার, যিনি কথায় নয়, কাজে প্রমাণ দিবে, হান্নান খান সেই মানুষ।”
মেহেদী হাসান হান্নান খান আরও বলেন, “জনগণই হচ্ছে আমার শক্তি। আমি কোনো লোভ বা পদ-পদবির জন্য নয়, এলাকাকে বদলে দিতে চাই বলেই নির্বাচন করতে চাই। আমার লক্ষ্য—একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলা।”