১০ বছরেও সংস্কার হয়নি নলছিটির আব্দুল শাহ সড়ক: বর্ষায় চরম ভোগান্তিতে স্থানীয়রা
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০২:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- 66

খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর থেকে গাজী বাড়ি পর্যন্ত দীর্ঘ প্রায় ২ কিলোমিটার সড়কটির বেহাল দশা, বছরের পর বছরেও কাটেনি। এলাকাবাসীর ভাষ্যমতে, গত ১০ বছরেও এই গুরুত্বপূর্ণ আব্দুল শাহ সড়কের কোনো সংস্কার হয়নি, ফলে বর্ষা মৌসুম এলেই দুর্ভোগে পড়েন কয়েক হাজার মানুষ।
প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুলগামী ছাত্রছাত্রী, কৃষক, দিনমজুর, রোগীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তবে ভাঙাচোরা, ও পানিতে নিমজ্জিত রাস্তার কারণে চলাচল যেন যুদ্ধের সমান হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্ষায় ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস কাদা-পানিতে নষ্ট হয়ে যায়, অনেক সময় পা পিছলে আহতও হয়। এলাকাবাসী জানান, প্রায়ই অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সে করে নেওয়া সম্ভব হয় না; বাধ্য হয়ে হুইলচেয়ার বা খাটিয়ায় তুলেই কষ্ট করে রোগী হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সবুজ বলেন, “আমার মা হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে গিয়ে গাড়ি ঢুকতে পারেনি। অনেকটা হেঁটে খাটিয়ায় করে নিতে হয়েছে।”
এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুম পুরোপুরি শুরুর আগেই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করতে হবে।
এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত এক প্রকৌশলী বলেন, “আব্দুল শাহ সড়কটি সংস্কারের প্রক্রিয়া চলমান। শীঘ্রই কাজ শুরু হবে।”
তবে কবে নাগাদ কাজ শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেননি তিনি। ফলে এলাকাবাসীর মাঝে সংশয় রয়ে গেছে। ভুক্তভোগীরা দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।