০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর ১৭ দিন আটকিয়ে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 68

খান বশির

নলছিটি উপজেলার দপদপিয়া
ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে গোলাম রাব্বির বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সাথে বিবাহ হয়। বিবাহের পর সে আমার কাছে যৌতুক দাবি করে শারীরিক নির্যাতন চালায়। পরে আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে আমার সাবেক স্বামী বরিশাল বেলতলা ভাড়া বাসায় রেখে প্রবাসে চলে যান।

প্রবাসে থাকাকালীন সময়ে বিভিন্ন কথা প্রসঙ্গে আমাকে মৌখিক তালাক দেয় এবং চলে যাওয়ার কথা বলে। পরে আমি কাজীর মাধ্যমে গত ১৬ ফেব্রুয়ারি তালাক দেই। সে বিদেশ থেকে আসার পরদিন গত ১৯ মার্চ ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যাই। সেখান থেকে গত ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলা ভাড়া বাসায় তালা মেরে রাখে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।

পরে দপদপিয়া কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সাথে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে আমার বিরুদ্ধে আদালতে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেন তিনি এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। মিথ্যা মামলা দেওয়ার কারণে ১৩ দিন কারাগারে থাকার পরে জামিন হয়। আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেন এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভিযুক্ত স্বামী গোলাম রাব্বি অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

অভিযোগের বিবরণ ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, তালাকের পর গোলাম রাব্বি তাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করে। পালানোর পর নতুন বিবাহ করলেও রাব্বি মিথ্যা মামলা ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর ১৭ দিন আটকিয়ে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে

আপডেট সময়: ১২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

খান বশির

নলছিটি উপজেলার দপদপিয়া
ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে গোলাম রাব্বির বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সাথে বিবাহ হয়। বিবাহের পর সে আমার কাছে যৌতুক দাবি করে শারীরিক নির্যাতন চালায়। পরে আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে আমার সাবেক স্বামী বরিশাল বেলতলা ভাড়া বাসায় রেখে প্রবাসে চলে যান।

প্রবাসে থাকাকালীন সময়ে বিভিন্ন কথা প্রসঙ্গে আমাকে মৌখিক তালাক দেয় এবং চলে যাওয়ার কথা বলে। পরে আমি কাজীর মাধ্যমে গত ১৬ ফেব্রুয়ারি তালাক দেই। সে বিদেশ থেকে আসার পরদিন গত ১৯ মার্চ ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যাই। সেখান থেকে গত ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলা ভাড়া বাসায় তালা মেরে রাখে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।

পরে দপদপিয়া কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সাথে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে আমার বিরুদ্ধে আদালতে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেন তিনি এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। মিথ্যা মামলা দেওয়ার কারণে ১৩ দিন কারাগারে থাকার পরে জামিন হয়। আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেন এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভিযুক্ত স্বামী গোলাম রাব্বি অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

অভিযোগের বিবরণ ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, তালাকের পর গোলাম রাব্বি তাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করে। পালানোর পর নতুন বিবাহ করলেও রাব্বি মিথ্যা মামলা ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন ।