নলছিটি পৌরসভার জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ: নির্বাহী কর্মকর্তার তৎপরতায় এলাকাবাসীর প্রশংসা
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৭:১৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- 70

খান বশির
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নজরুল ইসলাম। তার এমন সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী এলাকাবাসীর মাঝে।
পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জলাবদ্ধতাপ্রবণ এলাকা সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। দীর্ঘদিন ধরে সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা। ফলে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবীদের চলাচলে দেখা দিত নানা প্রতিবন্ধকতা।
পরিদর্শন শেষে ইউএনও নজরুল ইসলাম সংশ্লিষ্ট দফতরকে জরুরি ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। ইতোমধ্যে কিছু এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে বহুবার পৌরসভা ও জনপ্রতিনিধিদের কাছে তারা অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইউএনও নজরুল ইসলাম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেভাবে দ্রুত উদ্যোগ নিয়েছেন, তাতে তারা কৃতজ্ঞ। একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি কেবল অফিসে বসে আদেশ দেন না, বরং সরাসরি মাঠে নেমে জনগণের সমস্যা বুঝে ব্যবস্থা নেন — এমন কর্মকর্তাই নলছিটির উন্নয়নে বড় আশার আলো বলে মনে করছেন সবাই।
পৌর এলাকার বাসিন্দা বলেন, “এই প্রথম আমরা দেখলাম একজন প্রশাসক নিজে এসে দেখছেন কী সমস্যা। তিনি কথা দিয়েছেন দ্রুত কাজ শুরু হবে, আমরা এখন আশাবাদী।
স্থানীয়দের মতে, নজরুল ইসলাম একজন জনবান্ধব প্রশাসক। তার এমন উদ্যোগ আগামীতে অন্যান্য সমস্যার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
এলাকাবাসী আশা করছেন, তার নেতৃত্বে নলছিটি পৌরসভার সার্বিক নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে।