প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৭:১৫ এ.এম
নলছিটিতে পৌর শ্রমিকদলের সংবাদ সম্মেলন: নবগঠিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
খান বশির, বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা প্রেসক্লাবে এক জরুরি সাংবাদিক সম্মেলন করেছেন পৌর শ্রমিকদলের নেতৃবৃন্দ। গত ১২ জুলাই ২০২৫ তারিখে গঠিত পৌর শ্রমিকদলের নতুন কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বর্তমান আওয়ামী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার, মামলা-হামলার শিকার এবং রাজনৈতিকভাবে নিপীড়িতদের নিয়ে গঠিত নবগঠিত এই কমিটিকে পরিকল্পিতভাবে হেয় করার ষড়যন্ত্র চলছে। তাদের ভাষ্যমতে, একটি চিহ্নিত চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এবং ভুয়া অভিযোগের মাধ্যমে এই জনপ্রিয় কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
নেতারা জানান, রাজনৈতিক ঈর্ষা থেকেই কিছু ব্যক্তি সাংবাদিক সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যা তথ্য উপস্থাপন করছে। এতে শ্রমিকদলের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তারা আরো বলেন, “পৌর শ্রমিকদল সবসময় মাটি ও মানুষের পক্ষে ছিল এবং থাকবে। আমরা রাজপথে থেকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে লড়াই করেছি, এখনও করছি। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার আমাদের জনপ্রিয়তা ও রাজনৈতিক আদর্শে ফাটল ধরাতে পারবে না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নলছিটি পৌর শ্রমিকদলের প্রকৃত অবস্থান ও সেবামূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরবেন। আমরা চাই, মিথ্যা তথ্যের বিপরীতে সত্য কথার বিজয় হোক।”
পৌর শ্রমিকদলের নেতারা আরও বলেন, তারা জনআস্থা ও রাজনৈতিক ঐতিহ্য সমুন্নত রাখার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবেন এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত