০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

নলছিটিতে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, তদন্তে প্রমাণের ইঙ্গিত

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০১:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 51

 

খান বশির বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে অর্থনৈতিক সুবিধা গ্রহণকারী একটি প্রভাবশালী চক্র স্বজনপ্রীতির মাধ্যমে তালিকা তৈরি করেছে।

বৃহস্পতিবার সকালে অভিযোগের ভিত্তিতে তদন্তে যান নলছিটি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কবির হোসেন। স্থানীয় পঞ্চগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক জনগণের উপস্থিতিতে এই তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তদন্তে উপস্থিত জিয়াউল হক শহীদ ঢালী ও মায়েল হোসেন বলেন, “কুলকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে যারা প্রকৃত গরিব মানুষ, তারা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। বরং যারা অপেক্ষাকৃত স্বচ্ছল, তারা অতীতে যেমন সুবিধা নিয়েছে, এখনও টাকার বিনিময়ে তা নিচ্ছে।

তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। তদন্তে দেখা গেছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালীরা নিজেরা কিংবা তাদের আত্মীয়-স্বজনদের নামে তালিকাভুক্ত করেছে। আমরা এই তালিকা বাতিল করে নতুন করে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়নের সুপারিশ করব।”

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সঠিকভাবে তালিকা প্রণয়ন ও প্রকৃত দরিদ্রদের মাঝে সরকারি সুবিধা বণ্টনের দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, তদন্তে প্রমাণের ইঙ্গিত

আপডেট সময়: ০১:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

খান বশির বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে অর্থনৈতিক সুবিধা গ্রহণকারী একটি প্রভাবশালী চক্র স্বজনপ্রীতির মাধ্যমে তালিকা তৈরি করেছে।

বৃহস্পতিবার সকালে অভিযোগের ভিত্তিতে তদন্তে যান নলছিটি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কবির হোসেন। স্থানীয় পঞ্চগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক জনগণের উপস্থিতিতে এই তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তদন্তে উপস্থিত জিয়াউল হক শহীদ ঢালী ও মায়েল হোসেন বলেন, “কুলকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে যারা প্রকৃত গরিব মানুষ, তারা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। বরং যারা অপেক্ষাকৃত স্বচ্ছল, তারা অতীতে যেমন সুবিধা নিয়েছে, এখনও টাকার বিনিময়ে তা নিচ্ছে।

তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। তদন্তে দেখা গেছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালীরা নিজেরা কিংবা তাদের আত্মীয়-স্বজনদের নামে তালিকাভুক্ত করেছে। আমরা এই তালিকা বাতিল করে নতুন করে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়নের সুপারিশ করব।”

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সঠিকভাবে তালিকা প্রণয়ন ও প্রকৃত দরিদ্রদের মাঝে সরকারি সুবিধা বণ্টনের দাবি জানান।