প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৭:২২ পি.এম
বাকেরগঞ্জে চিকিৎসক-নার্স ছাড়াই চলছিল ক্লিনিক, তিন প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা
খান বশির
বরিশালের বাকেরগঞ্জে চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল একাধিক বেসরকারি ক্লিনিক। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। তিনি জাহানারা ক্লিনিকে এক লাখ টাকা, গ্রীন লাইফ ক্লিনিকে ৫০ হাজার টাকা এবং ডিজিটাল ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে দেখা যায়, ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক কোনো চিকিৎসক নেই, নেই প্রশিক্ষিত নার্স কিংবা দক্ষ স্বাস্থ্যকর্মী। ফলে রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো সেবার মান বজায় না রেখে শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, “বাকেরগঞ্জ শহরে গড়ে ওঠা বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মী নেই। মানুষের জীবন নিয়ে এভাবে ব্যবসা করা চলতে পারে না। নিয়ম মেনে সেবা প্রদান না করলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি দল, স্যানিটারি ইন্সপেক্টর হালিমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, অনুমোদনহীনভাবে গড়ে ওঠা এসব ক্লিনিকে দীর্ঘদিন ধরে যথাযথ স্বাস্থ্যসেবা ছাড়াই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এতে রোগীরা শুধু প্রতারিত হচ্ছেন না, বরং গুরুতর জটিলতায়ও পড়ছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিয়মনীতি অনুসরণ না করলে ভবিষ্যতে এসব ক্লিনিক বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এলাকায় আরও অভিযান চালিয়ে অন্যান্য অনিয়মী প্রতিষ্ঠান চিহ্নিত করা হবে।
সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান নিয়মিত হলে অনিয়ম কমবে এবং সাধারণ মানুষ নিরাপদ চিকিৎসা সেবা পাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত