০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

অফিসে তালা দায়িত্বে গাফিলতি নলছিটি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ।

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৮:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 41

 

খান বশির
দুপুর ১২টা বাজলেও নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে
এ বিষয়ে জানতে চাইলে, প্রকল্প কর্মকর্তা আওলাদ হোসেনকে ফোন দিলে রিসিভ করে সাংবাদিক শোনার পরে কেটে দেয়,
সরকারি দায়িত্ব পালনের সময় অফিসে অনুপস্থিত থাকায় এলাকাবাসী ও সেবাগ্রহীতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্বশীল সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেন নিয়মিত অফিসে আসেন না। খেয়ালখুশিমতো অফিসে এলেও বেশিক্ষণ থাকেন না। এর ফলে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে।

বিষয়টি নিয়ে সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি কথা না বলে কল কেটে দেন। এতে অভিযোগের সত্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিল উত্তোলন কিংবা প্রকল্প-সংক্রান্ত কাজে নিয়মমাফিক কমিশন না দিলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষ থেকে নানাভাবে জটিলতা তৈরি করা হয়। বিশেষ করে ছোট ছোট উন্নয়ন প্রকল্পের ঠিকাদার ও জনপ্রতিনিধিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশি।

এ বিষয়ে এক জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি উন্নয়নকাজের টাকা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হওয়ার কথা। অথচ এখানে কমিশনের জালে সবকিছু জটিল হয়ে যায়। বিল আদায় করতে গিয়েই সবচেয়ে বেশি হয়রানি হয়।”

সাধারণ মানুষ মনে করছেন, একজন সরকারি কর্মকর্তার এমন দায়িত্বহীনতা ও অনিয়মের কারণে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। প্রকল্পের সঠিক অগ্রগতি হচ্ছে না এবং তৃণমূলের জনগণ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না।

এলাকাবাসীর দাবি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনুপস্থিতি ও দায়িত্বে গাফিলতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা জরুরি। পাশাপাশি নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে।

সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এ ধরনের আচরণ শুধু উন্নয়নকাজ নয়, প্রশাসনের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

অফিসে তালা দায়িত্বে গাফিলতি নলছিটি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ।

আপডেট সময়: ০৮:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

 

খান বশির
দুপুর ১২টা বাজলেও নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে
এ বিষয়ে জানতে চাইলে, প্রকল্প কর্মকর্তা আওলাদ হোসেনকে ফোন দিলে রিসিভ করে সাংবাদিক শোনার পরে কেটে দেয়,
সরকারি দায়িত্ব পালনের সময় অফিসে অনুপস্থিত থাকায় এলাকাবাসী ও সেবাগ্রহীতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্বশীল সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেন নিয়মিত অফিসে আসেন না। খেয়ালখুশিমতো অফিসে এলেও বেশিক্ষণ থাকেন না। এর ফলে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে।

বিষয়টি নিয়ে সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি কথা না বলে কল কেটে দেন। এতে অভিযোগের সত্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিল উত্তোলন কিংবা প্রকল্প-সংক্রান্ত কাজে নিয়মমাফিক কমিশন না দিলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষ থেকে নানাভাবে জটিলতা তৈরি করা হয়। বিশেষ করে ছোট ছোট উন্নয়ন প্রকল্পের ঠিকাদার ও জনপ্রতিনিধিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশি।

এ বিষয়ে এক জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি উন্নয়নকাজের টাকা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হওয়ার কথা। অথচ এখানে কমিশনের জালে সবকিছু জটিল হয়ে যায়। বিল আদায় করতে গিয়েই সবচেয়ে বেশি হয়রানি হয়।”

সাধারণ মানুষ মনে করছেন, একজন সরকারি কর্মকর্তার এমন দায়িত্বহীনতা ও অনিয়মের কারণে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। প্রকল্পের সঠিক অগ্রগতি হচ্ছে না এবং তৃণমূলের জনগণ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না।

এলাকাবাসীর দাবি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনুপস্থিতি ও দায়িত্বে গাফিলতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা জরুরি। পাশাপাশি নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে।

সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এ ধরনের আচরণ শুধু উন্নয়নকাজ নয়, প্রশাসনের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।