নাজমা সুপার মার্কেটে প্রিমিয়াম চকলেট, খেজুর, মসলা ও মধুর নতুন কাউন্টার উদ্বোধন
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৫:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- 45

বিডি ক্রাইম এলার্ট
কাতারে বসবাসরত প্রবাসী ও স্থানীয় ক্রেতাদের জন্য সুখবর! নাজমা শপিং সেন্টারে আগামী ১লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নাজমা সুপার মার্কেটের নতুন কাউন্টার, যেখানে পাওয়া যাবে উন্নতমানের চকলেট, খেজুর, মধু ও মসলা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, এখানে রাখা হয়েছে সেরা ব্র্যান্ডের বিভিন্ন ফ্লেভারের প্রিমিয়াম কোয়ালিটির চকলেট, মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সতেজ খেজুর, শতভাগ প্রাকৃতিক খাঁটি মধু এবং রান্নার স্বাদ দ্বিগুণ করার মতো অ্যারোমেটিক মসলা। ক্রেতারা যাতে সহজে তাদের পছন্দের পণ্য সংগ্রহ করতে পারেন, সে জন্য সব পণ্য রাখা হয়েছে সুলভ মূল্যে।
শুধু তাই নয়, কাতারের যেকোনো প্রান্তে ক্রেতাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার জন্য রাখা হয়েছে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা।
ব্যবসা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে,আমাদের লক্ষ্য, কাতারের ক্রেতাদের কাছে মানসম্মত ও বিশুদ্ধ পণ্য সরবরাহ করা। আমরা চাই, আপনার পরিবার ও প্রিয়জনদের জন্য স্বাস্থ্যকর এবং নির্ভরযোগ্য পণ্য উপহার দিতে।
ক্রেতাদের উপস্থিতিতে আগামী ১লা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কাউন্টার উদ্বোধন হবে। এ উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে নাজমা সুপার মার্কেটে।
যোগাযোগ: 0097450006712