০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত নলছিটি এলজিইডি অফিস।

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 38

 

বিডি ক্রাইম ডেক্স
ঝালকাঠির নলছিটি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) অফিসে দুর্নীতি যেন নিয়মিত ঘটনায়, পরিণত হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ টাকা ছাড়া কোনো কাজ বা সেবা পাওয়া যায় না। আর টাকা দিলে নিম্নমানের সামগ্রীওব্যবহার করে কাজ শেষ করে, এভাবে বছরের পর বছর ধরে চলছে অনিয়ম আর দুর্নীতির কার্যক্রম।

সরজমিনে ঘুরে দেখা গেছে, নলছিটি থেকে দরগাবাড়ি হয়ে শিমুলতলা পর্যন্ত সড়ক বর্ধিতকরণের কাজে ব্যাপক দুর্নীতি চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানায় থাকা এই প্রকল্পে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, টেকসই রাস্তা তৈরির পরিবর্তে দ্রুত কাজ শেষ করে বিল উত্তোলনের উদ্দেশ্যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ফলে কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সড়ক ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে একটি প্রভাবশালী মহল। তারা ক্ষমতার দাপটে রাস্তা ও ব্রিজ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো নিজেদের নামে তুলে নিচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনোরকম তদারকি না থাকায় অনিয়ম আরও বেড়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, এখানে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। যদি টাকা দেন, তবে নিম্নমানের কাজও দেখে ভালো বলে পাস করিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এভাবে দুর্নীতি চলতে থাকলে উন্নয়নমূলক কাজের স্থায়িত্ব থাকবে না, বরং সরকারি অর্থের অপচয়ই ঘটবে। সাধারণ মানুষের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত নলছিটি এলজিইডি অফিস।

আপডেট সময়: ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

 

বিডি ক্রাইম ডেক্স
ঝালকাঠির নলছিটি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) অফিসে দুর্নীতি যেন নিয়মিত ঘটনায়, পরিণত হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ টাকা ছাড়া কোনো কাজ বা সেবা পাওয়া যায় না। আর টাকা দিলে নিম্নমানের সামগ্রীওব্যবহার করে কাজ শেষ করে, এভাবে বছরের পর বছর ধরে চলছে অনিয়ম আর দুর্নীতির কার্যক্রম।

সরজমিনে ঘুরে দেখা গেছে, নলছিটি থেকে দরগাবাড়ি হয়ে শিমুলতলা পর্যন্ত সড়ক বর্ধিতকরণের কাজে ব্যাপক দুর্নীতি চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানায় থাকা এই প্রকল্পে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, টেকসই রাস্তা তৈরির পরিবর্তে দ্রুত কাজ শেষ করে বিল উত্তোলনের উদ্দেশ্যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ফলে কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সড়ক ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে একটি প্রভাবশালী মহল। তারা ক্ষমতার দাপটে রাস্তা ও ব্রিজ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো নিজেদের নামে তুলে নিচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনোরকম তদারকি না থাকায় অনিয়ম আরও বেড়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, এখানে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। যদি টাকা দেন, তবে নিম্নমানের কাজও দেখে ভালো বলে পাস করিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এভাবে দুর্নীতি চলতে থাকলে উন্নয়নমূলক কাজের স্থায়িত্ব থাকবে না, বরং সরকারি অর্থের অপচয়ই ঘটবে। সাধারণ মানুষের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।