১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নলছিটিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৬:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 31

খান বশির, বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলায় ঘরের মাচা থেকে ঝুলন্ত অবস্থায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মনি আক্তার (১৪)। তিনি উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে এবং ডেবরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পরিবারের সদস্যরা মনি আক্তারকে বাসায় খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর মনি আক্তারের মা ঘরের মাচার আড়ার সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং পরে বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন,
স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৬:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

খান বশির, বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলায় ঘরের মাচা থেকে ঝুলন্ত অবস্থায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মনি আক্তার (১৪)। তিনি উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে এবং ডেবরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পরিবারের সদস্যরা মনি আক্তারকে বাসায় খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর মনি আক্তারের মা ঘরের মাচার আড়ার সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং পরে বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন,
স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।