
খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলার পরমপাশা পৌরসভা ৬ নাম্বার ওয়ার্ড বাসিন্দা হারুন সরদার অভিযোগ করেছেন, তার ছেলে আরমান সরদারকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
হারুন সরদারের লিখিত অভিযোগ অনুযায়ী, স্থানীয় রায়হান হাওলাদার বাড়ির রাসেল ও বজলুর আত্মীয় রাকিব মল্লিকের সঙ্গে সামান্য কথাকাটাকাটি ও লেনদেনের বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এসময় তার ছেলে আবমান সরদারকে প্রকাশ্যে মারধর করে প্রতিপক্ষরা থানায় সোপর্দ করে। পরে ২২ আগস্ট তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-১৭৯/২৫২।
হারুন সরদার দাবি করেন, তার ছেলে সম্পূর্ণ নির্দোষ। ব্যক্তিগত শত্রুতার জেরে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। তিনি বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমরা এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। প্রতিপক্ষরা আমাদের পরিবারকে ভীত-সন্ত্রস্ত করে তুলেছে।
তিনি আরো জানান, মামলার কারণে তার পরিবারের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। মামলা মোকদ্দমার ভয়ে তারা অর্থনৈতিক ও মানসিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন।
অভিযোগকারী হারুন সরদার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, আমি সাংবাদিক ভাইদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা সত্য ঘটনাটি তুলে ধরুন। যাতে মিথ্যা মামলার হাত থেকে আমার ছেলেকে রক্ষা করা যায়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও বিষয়টি খতিয়ে দেখে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

প্রতিনিধি 











