প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৪:১৭ পি.এম
নলছিটিতে মিথ্যা অভিযোগে হয়রানির শিকার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ১২৫নং বাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ এনে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
রবিবার (৫ অক্টোবর) বিদ্যালয়ে অনুষ্ঠিত সরেজমিন তদন্তে বরিশাল সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন খলিফা উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে অভিভাবক, স্থানীয় ও সংশ্লিষ্টদের লিখিত বক্তব্য নেন।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয় আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় যে আমি অন্যের জমি দখল করে ভবন নির্মাণ করবো। যারা অভিযোগ করেছেন তাদের মধ্যে অনেকে আমার নিকটাত্মীয়। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ রয়েছে। অভিযোগকারী লাভলী বেগমের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত একটি মামলা (নং ১৯৮/২৩) বর্তমানে আদালতে চলমান। সেই বিরোধকে কেন্দ্র করেই তারা আমার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ তুলেছেন।
তিনি আরও জানান, এর আগেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে হয়রানির চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সব অভিযোগ প্রমাণিত হয়নি। এবারও একইভাবে আমাকে বদনাম করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে স্থানীয় সাগর হোসেন নামের এক ব্যক্তি জানান, আমি প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ দিইনি। অথচ আমার না জানিয়ে আমার নাম ব্যবহার করে অভিযোগপত্রে যুক্ত করা হয়েছে। বিষয়টি আমি অত্যন্ত দুঃখজনক বলে মনে করি।
তদন্ত কর্মকর্তা নাসির উদ্দীন খলিফা বলেন, অভিযোগের বিষয়ে আমরা সরেজমিন তদন্ত করেছি এবং অনেকের লিখিত বক্তব্য নিয়েছি। তদন্ত প্রক্রিয়া এখনো চলমান।
প্রধান শিক্ষক শহিদুল ইসলামের দাবি, তাঁর সততা ও দায়িত্বশীলতার কারণে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত