প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৫:১৪ পি.এম
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী যুবকের
খান বশির
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক মানসিক প্রতিবন্ধী যুবক (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর রাতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের ভরতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের কোনো এক সময় দ্রুতগতির একটি গাড়ির চাপায় ওই যুবক মারা যান। সকালে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় লাশটি সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। দুপুর ২টা পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে নিহত যুবক হিন্দু সম্প্রদায়ের হতে পারেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকারী যানবাহন সনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়রা ওই এলাকায় গতিরোধক স্থাপন ও রাতের বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত