প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ২:১৫ এ.এম
ঝালকাঠিতে জেলা প্রশাসকের গণশুনানি: জনগণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ
খান বশির বিডি ক্রাইম ডেক্স
ঝালকাঠি, ২৯ অক্টোবর ২০২৫ (বুধবার) ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক, গণশুনানি, যেখানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান সরাসরি সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও আবেদন শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের বুধবার দিনব্যাপী এই গণশুনানির আয়োজন করা হয়, যাতে নাগরিকরা তাঁদের সমস্যাগুলো নির্ভয়ে তুলে ধরতে পারেন। আজকের শুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিকরা উপস্থিত হয়ে জমি সংক্রান্ত বিরোধ, সামাজিক সহায়তা কর্মসূচি, সরকারি সেবা প্রাপ্তি এবং প্রশাসনিক জটিলতাসহ নানা বিষয়ে অভিযোগ ও আবেদন জানান।
গণশুনানিতে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য অনেক অভিযোগের সমাধান করা হয়। যেসব বিষয়ে অধিকতর অনুসন্ধান প্রয়োজন, সেগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্তের নির্দেশ দেন জেলা প্রশাসক। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এছাড়াও, জেলা প্রশাসক প্রতিদিন তাঁর কার্যালয়ে আগত নাগরিকদের সমস্যা মনোযোগসহকারে শুনে সম্ভাব্য সমাধান প্রদান করেন।
জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার এই ধারাবাহিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা গড়ে তুলতে গণশুনানি একটি কার্যকর মাধ্যম। আমরা চাই, জনগণের সমস্যা দ্রুত ও বাস্তবসম্মতভাবে সমাধান হোক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত