নদীতে গোসলে নেমে নিখোঁজ, শ্রমিক সোহেলের করুণ মৃত্যু
-
খান বশির
-
আপডেট সময়:
০৫:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- 121

খান বশির বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটির দপদপিয়ায় নদীতে গোসল করতে নেমে মো. সোহেল (৩৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত সোহেল উপজেলার দপদপিয়া ইউনিয়নের গোহালকাঠী গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি কারখানায় চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন তিনি, মাঝেমধ্যেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই অসুস্থতা নিয়েও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন সোহেল।
স্থানীয়রা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামার কিছুক্ষণ পরেই তাকে আর দেখা যাচ্ছিল না। সন্দেহ হলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
সোহেলের সহকর্মীরা জানান, অসুস্থতার কারণে আগেও তিনি বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছেন। কিছুদিন আগে কারখানায় কাজ করার সময় কনভেয়ার বেল্টের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তখন সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এমনকি কুমারখালি বাজারে একবার রাতের বেলা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় পরিবারের কাছে পৌঁছানো হয়।
অনেকেই তাকে শারীরিক অসুস্থতার কথা ভেবে এই ধরনের পরিশ্রমের কাজ না করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু দারিদ্র্যের কারণে তিনি তা শুনতে পারেননি। পরিবারের ভরণপোষণের তাগিদে কষ্টের কাজ চালিয়ে যেতে বাধ্য হন।
সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সতীর্থরা, প্রতিবেশীরা এবং পরিবারের সদস্যরা এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। তারা বলেন, “সোহেল খুব ভালো মানুষ ছিল। সবসময় মুখে হাসি লেগে থাকত। তার এই মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে কাঁদিয়েছে।”
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তার স্ত্রী ও সন্তানরা এখন অসহায় হয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে তার পরিবারের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন।
এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।