নলছিটিতে বিএনপি নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা: ২৬ জনের বিরুদ্ধে মামলা
-
খান বশির
-
আপডেট সময়:
০৬:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- 110

খান বশির বিডি ক্রাইম ডেক্স
ঝালকাঠীর নলছিটি উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতা ও সমর্থকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বাদী মো. আজমল হোসেন জানান, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যার পর বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার সহযোগীরা গুরুতর আহত হন। এছাড়া, হামলাকারীরা তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর নলছিটি থানায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে ঝালকাঠী দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মামলায় নলছিটি উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
১. নাদিম খান – নলছিটি পৌর ছাত্রলীগ সভাপতি
২. সুশান্ত কুমার দাস শান্ত – নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগ সদস্য সচিব
৩. তারেক ইসলাম সানি ওরফে ঠান্ডু – সাংগঠনিক, নলছিটি পৌর ছাত্রলীগ
৪. শাহ আলম হাওলাদার – নলছিটি পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি
৫. হাসান আবেদুর রেজা সুজন – উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক
৬. আলমগীর হোসেন আলো – নলছিটি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি
৭. মো. মামুন মাহামুদ ওরফে ডন মামুন – নলছিটি উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক
৮. মো. মনির বিশ্বাস – নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক
৯. শম্ভু কুমার দাস – নলছিটি উপজেলা যুবলীগ সহ-সাধারণ সম্পাদক
১০. মো. এসাহাক গাজী – নলছিটি পৌর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
১১. মো. মাহাবুব ওরফে খোরা মাহাবুব – নলছিটি পৌর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
১২. জনার্জন দাস – নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
১৩. সাকিব শাহারিয়ার – নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগ প্রচার সম্পাদক
১৪. আব্দুল্লাহ আল মামুন লাভলু – নলছিটি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি
১৫. মো. ফিরোজ আলম খান – নলছিটি উপজেলা কৃষক লীগ সভাপতি
১৬. মো. জালাল – নলছিটি পৌর আওয়ামী লীগ নেতা, ৭ নং ওয়ার্ড
১৭. মো. আকতার হোসেন – নলছিটি পৌর যুবলীগ নেতা
১৮. মো. আমির হোসেন – নলছিটি পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক
১৯. মো. মাহাতাব উদ্দিন টিটু – নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
২০. মো. গিয়াস খান – নলছিটি পৌর ছাত্রলীগ দপ্তর সম্পাদক
২১. সোয়ান আকন – নলছিটি পৌর ছাত্রলীগ দপ্তর সম্পাদক
২২. মো. আরিফ বিল্লাহ – নলছিটি পৌর ছাত্রলীগের সাবেক নেতা
২৩. মো. শিহাব চৌধুরী – নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি
২৪. মো. মোজাম্মেল তালুকদার – পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি
২৫. মো. রিপন – নলছিটি পৌর আওয়ামী লীগ নেতা
২৬. মো. হান্নান হাওলাদার – নলছিটি উপজেলা শ্রমিক লীগ সভাপতি
মামলা নং: ১২, ধারা: ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৪৩৬।
নলছিটি থানার ওসি আব্দুল সালাম জানান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।