ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০১:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- 93

খান বশির বিডি ক্রাইম এলার্ট
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের নামে ভুয়া ঋণ মঞ্জুর করে টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখার সাবেক ঋণ কর্মকর্তা শরীফ মো. হেমায়েত উদ্দিনের (৬৩) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
রোববার (৯ মার্চ) সকালে ভুক্তভোগী গ্রাহক মো. হোসেন মল্লিক ওরফে হোচেন মল্লিক বাদী হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, শরীফ মো. হেমায়েত উদ্দিন ২০১৫ সালের ২৮ অক্টোবর নলছিটি শাখায় কর্মরত থাকাকালীন জালিয়াতির মাধ্যমে হোচেন মল্লিকের স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরি করেন। পরে তার নামে ৩০ হাজার টাকা কৃষি ঋণ অনুমোদন করে পুরো অর্থ নিজে আত্মসাৎ করেন।
ঘটনার দীর্ঘদিন পর ২০২৩ সালের ১৫ অক্টোবর হোচেন মল্লিককে ব্যাংকের পক্ষ থেকে ঋণ আদায়ের নোটিশ পাঠানো হয়। এতে তিনি প্রতারণার বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে চলতি বছরের ১২ জানুয়ারি ব্যাংকের নলছিটি শাখায় এক সালিশ বৈঠকে অভিযুক্ত কর্মকর্তা লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে ১২ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করবে সিআইডি।