যুবলীগ নেতার ‘দখলকৃত’ জমি ফেরতের দাবিতে নলছিটিতে মানববন্ধন
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৭:১৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- 50

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাপড়কাঠি গ্রামে জমি ফিরে পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, নলছিটি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান বিপ্লব এলাকার বিভিন্ন মানুষের শতাধিক একর জমি দখল করে সেখানে মাছের ঘের তৈরি করেছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি সাধারণ মানুষের পৈতৃক জমি ব্যবহার করছেন। এতে কেউ বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীরা আরও জানান, তিন বছরের জন্য লিজ নেওয়ার কথা বলে জমি ব্যবহার করলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিপ্লব জমি ফেরত দিচ্ছেন না। উল্টো আইনের ভয় দেখিয়ে জমি নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। জমির কোনো বৈধ লিজ চুক্তি দেখানো হয়নি বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নাছির আরিন্দা, হাফিজুর রহমান কাওসার, হাজ্বী মো. জয়নাল ফকির, কমল অধিকারী ও শহিদুল ফকিরসহ আরও অনেকে। তারা বলেন, “আমরা আমাদের পৈতৃক জমি ফেরত চাই। নিজের জমিতে চাষাবাদ করতে না পারায় আমরা পরিবার নিয়ে কষ্টে আছি।”
অভিযুক্ত যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিপ্লব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ভুক্তভোগীদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। আমি আইনের পথে যেতে চাই। যদি আদালত বা প্রশাসন বলে, তাহলে আমি জমি ছেড়ে দেব।”
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। কাগজপত্র দেখে আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।”
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধ এলাকার একটি দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যেন সাধারণ মানুষ নিজেদের অধিকার ফিরে পান এবং কোনো প্রভাবশালী ব্যক্তি আইনের ঊর্ধ্বে থাকতে না পারেন।