নলছিটিতে ইসলামী যুব আন্দোলনের ‘মুক্তির মূলমন্ত্র’ কর্মশালা অনুষ্ঠিত                            
                            
                                
                                    
									
									-    
																	
																প্রতিনিধি								   
										
									
									
								 
                                   
								   
								   -   
								   আপডেট সময়: 
০৫:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
										   
                                   
 
								   
							 
								   										-     42   
 
										
							 
                                
                             
                             
                            
                                
								
								 
                             
			
								
							
                            
                           
                           
                              
খান বশির
নলছিটি, ১৭ মে:
“মুক্তির মূলমন্ত্র” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা শনিবার নলছিটি মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নলছিটি উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল-আমীন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান।
অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি নাঈমুল ইসলাম, নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসেন, এবং সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান খান, যুক্তরাষ্ট্র প্রবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি এবং মোঃ আলাউদ্দিন খান কাঞ্চন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নলছিটি উপজেলা শাখা।
কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবীর মৃধা, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নলছিটি উপজেলা শাখা। কর্মশালায় বক্তারা ইসলামী শাসনতন্ত্রের প্রয়োগ, যুব সমাজের করণীয় এবং সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।