০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নলছিটিতে ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০১:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • 48

খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলায় তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। সভায় আরও বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, জামায়াতে ইসলামী নলছিটি শাখার আমির মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মো. শাহজালাল হোসাইন, দৈনিক জনবানীর নলছিটি প্রতিনিধি মোহাম্মদ মহসিন এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি খান বশির।

আলোচনায় বক্তারা বলেন, সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত হয়রানি থেকে মুক্তি দিতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। ভূমি মেলার মাধ্যমে মানুষ সহজেই অনলাইন ভিত্তিক ভূমি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে ভূমির খতিয়ান, নামজারি, পর্চা ও অনলাইন সেবা পদ্ধতির বিষয়ে সরাসরি ধারণা পাবে।

বক্তারা আরও বলেন, সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাই জনগণকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে এবং ভূমি সেবা সহজলভ্য করতে এমন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি সংক্রান্ত সমস্যা ও অভিজ্ঞতা নিয়ে এক গণশুনানির আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মালেক। তিনদিনব্যাপী এ মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়েছে, যেখানে নাগরিকরা সরাসরি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

বাকেরগঞ্জে ট্রাক, সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হাইওয়েতে অবৈধ পার্কিংকে দায়ী করছেন স্থানীয়রা

নলছিটিতে ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০১:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

খান বশির
ঝালকাঠির নলছিটি উপজেলায় তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। সভায় আরও বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, জামায়াতে ইসলামী নলছিটি শাখার আমির মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মো. শাহজালাল হোসাইন, দৈনিক জনবানীর নলছিটি প্রতিনিধি মোহাম্মদ মহসিন এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি খান বশির।

আলোচনায় বক্তারা বলেন, সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত হয়রানি থেকে মুক্তি দিতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। ভূমি মেলার মাধ্যমে মানুষ সহজেই অনলাইন ভিত্তিক ভূমি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে ভূমির খতিয়ান, নামজারি, পর্চা ও অনলাইন সেবা পদ্ধতির বিষয়ে সরাসরি ধারণা পাবে।

বক্তারা আরও বলেন, সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাই জনগণকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে এবং ভূমি সেবা সহজলভ্য করতে এমন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি সংক্রান্ত সমস্যা ও অভিজ্ঞতা নিয়ে এক গণশুনানির আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মালেক। তিনদিনব্যাপী এ মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়েছে, যেখানে নাগরিকরা সরাসরি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।