টিকাদানকর্মী নিয়োগের তথ্য চাওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও হত্যার হুমকি
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৭:৫৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- 31
নানা অনিয়ম ও টিকাদানকর্মী নিয়োগের তথ্য জানতে চাওয়ায় এক সাংবাদিকের নামে মামলা ও হত্যার হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলী পারভীন ও প্রধান সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে।
মোহাম্মদ মোহসীন নামের ওই সাংবাদিক এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তাদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন।
মোহাম্মদ মোহসীন দৈনিক আজকের জনবাণী পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি। গতকাল বুধবার দুপুরে তাকে এই হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ১৭ জুন দুপুরে WHO কর্তৃক ৬ জন টিকাদানকর্মী নিয়োগের প্রক্রিয়ার তথ্য জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী মিজানুর রহমানের অফিস কক্ষে যাই এবং তার কাছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত কপি ও ৬ জন ভলান্টিয়ার যোগদানের তথ্য চাই। মিজানুর রহমান এসব তথ্য দেয়া হবে না বলে অস্বীকৃতি জানান। আমি না দেয়ার কারণ জানতে চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং সাংবাদিক এর পেশা নিয়ে অকথ্য ভাষায় আজে বাজে কথা বলে। তখন সে আমার সামনে এসে আমার পিঠে হাত দিয়ে ধাক্কা মেরে রুম থেকে বের করে দেয় এবং বলে তোদের মতো সাংবাদিক দ্বিতীয়বার যদি এসে আমাকে বিরক্ত করো তবে হাত পা ভেঙ্গে সাংবাদিকতা ছুটিয়ে দিবো। আর বলে যে, দেখ আমি তোর কি করি এ বলে বিভিন্ন হুমকী ধামকী দেয়। এ ব্যবহার করার পর আমি হাসপাতাল এলাকা ত্যাগ করে চলে আসি।
এ বিষয়ে টিএইচও শিউলী পারভীন ও প্রধান সহকারী মিজানুরের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।